Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

 

ভবিষৎ কর্মপরিকল্পনা

সেবাদানে শুদ্ধাচার অনুশীলন নিশ্চিতকরণ, ইনোভেশনকে উৎসাহিত করা, সেবাগ্রহিতার পরিতৃপ্তির জন্য কার্যকর পরিষেবা প্রদান  এবং সেবা প্রদান পদ্ধতিকে ২০২১ সালের মধ্যে ডিজিটালাইজ করা হবে। ২০২১ সালের মধ্যে শহর সমাজসেবা কার্যালয়, মেহেরপুর এর সেবাগ্রহীতার একটি সমন্বিত ডিজিটাল তথ্য ভান্ডার তৈরি সম্পন্ন করা হবে। ২০২১ সালের মধ্যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের প্রভাব মূল্যায়নের মাধ্যমে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নের লক্ষ্যে বিকাশমান কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। ২০২০-২১ অর্থ বছরের মধ্যে সকল ভাতা/ উপবৃত্তি সুবিধাভোগীকে G2P পদ্ধতিতে ভাতা পরিশোধ করা হবে।

০১  নথি বাস্তবায়ন:

 প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ মোতাবেক শহর সমাজসেবা কার্যালয়, মেহেরপুর ই নথি সিস্টেমে কার্যাবলী সম্পাদন করছে।

০০২ভাতা কার্যক্রম:

অধিদফতর হতে প্রাপ্ত বরাদ্দকৃত ভাতার সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।ভাতা ই-পেমেন্ট কার্যক্রম অনলাইন বেইজ চলমান আছে। যা মেহেরপুর জেলায় শীঘ্রই শুরু হবে। ভাতাভোগীদের জিটুপি এর মাধ্যমে ভাতা প্রদান করা হচ্ছে। এর ফলে প্রত্যেক ভাতাভোগী খুব সহজেই ভাতার অর্থ উত্তোলণ করতে পারবে।

০৩ ঋন কার্যক্রম:

ঋন কার্যক্রম আগামী ০১ বছরের মধ্যে ডিজিটাইজেশন করা হবে। এত করে একজন ঋনগ্রহীতার কাছে কি পরিমান অর্থ অনাদায়ী আছে এবং নির্দিষ্ট সময়ের পরে ও কত অনাদায়ী আছে তার সঠিক চিত্র যে কোন অবস্থায় জানা যাবে।

০৪ Management Information System (MIS)  কার্যক্রম:

শহর সমাজসেবা কার্যালয়,মেহেরপুর এর আওতাধীন মেহেরপুর পৌরসভাতে প্রত্যেক ভাতাভোগীর এম আই এস ডাটা এন্টি করে ভাতার অর্থ  প্রদান করা হচ্ছে।