Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২৩-২৪ অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বর্ধিত কোঠায় ভাতার আবেদন গ্রহন সংক্রান্ত ।
বিস্তারিত
মেহেরপুর পৌরসভাবাসীর জন্য সুখবর!!!
বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য আজ হতে অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. পর্যন্ত। সংশ্লিষ্ট শহর সমাজসেবা কার্যালয় অথবা যে কোন কম্পিউটারের দোকান/ মোবাইল  হতে https://mis.bhata.gov.bd/onlineApplication
এই লিংকে প্রবেশ করে ভাতার জন্য আবেদন করা যাবে। উল্লেখ্য, যারা ইতোমধ্যে ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন করতে যা যা লাগবে-
বয়স্ক ভাতা-
১. এনআইডি কার্ড (বয়স: পুরুষ-৬৫, মহিলা-৬২ বা তদূর্ধ্ব)
২. ভাতাভোগীর নিজ নামে সীম ও বিকাশ খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)
৩. বার্ষিক গড় আয় অনধিক ১০০০০/- টাকা।
প্রতিবন্ধী ভাতা-
১.  এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধন কার্ড
২.শহর সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র / প্রতিনন্ধী পরিচয়পত্র 
৩. ভাতাভোগীর নিজ নামে সীম ও বিকাশ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা-
 ১. এনআইডি কার্ড 
২. স্বামীর মৃত্যু সনদ সাথে পৌরসভা  হতে প্রদত্ত বৈধব্য সনদ বা স্বামী নিগৃহীতা সনদ
৩. ভাতাভোগীর নিজ নামে সীম ও বিকাশ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)
৪. বার্ষিক গড় আয় অনধিক ১০০০০/- টাকা।
জনস্বার্থে বিষয়টি ব্যাপকভাবে প্রচার এবং অনলাইন আবেদন করার ক্ষেত্রে সর্বসাধারণ কে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। 
ছবি
প্রকাশের তারিখ
15/08/2023
আর্কাইভ তারিখ
10/09/2023